রবিবার, ৪ আগস্ট, ২০১৯

শরীর সর্বস্ব জীবন




শরীর সর্বস্ব জীবন
- যাযাবর জীবন


একটা সময় শরীরটাই সব,
একটা সময় শরীরটা শব;

যতদিন শরীরে যৌবন
ততদিনই শরীর জুড়ে রিপুর আড়ত
শরীর সর্বস্ব জীবনে
শরীরটাই সব;

তারপর তো রোগ বালাই ব্যথা বেদনা
ডাক্তার ঔষধ চেয়ার বিছানা
অসহনীয় একাকীত্ব আর প্রহর গোনা
মাঝে মাঝে কিছু পুরনো স্মৃতির অনুভব;

একটা সময়, সময় থেমে যায়
একটা সময় চোখ অন্ধকার
তারপর এক সময় মাটির শরীর পড়ে থাকে
মাটিতে হয়ে শব;

শরীর সর্বস্ব জীবনের সমাপ্তিতে শব।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন