শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

প্রথম দেখা নারী



প্রথম দেখা নারী
- যাযাবর জীবন


তাকে আমি চিনতাম না
একদিন হঠাৎ শরীরে তারুণ্য আসতেই চোখের সামনে সে,
মনের ভেতর কোথায় যেন এক অচেনা সুর বাজছিল
খুব অবাক হয়েছিলাম সেদিন
এক অবাক করা ভালো লাগা
খুব হঠাৎই কেমন জানি অন্যরকম অনুভব,
সে ছিলো এক কিশোরী
আমার দেখা প্রথম নারী;

কই আগে তো এমন হয় নি!
নারী তো কতই দেখেছি;
ছেলেবেলা থেকে মা দেখেছি
বোন দেখেছি
খালা, ফুপু, চাচী, মামী
কত নারীই তো দেখেছি,
কই, তাঁদের দেখে কখনো তো অন্যরকম কোন অনুভব আসে নি
বিশেষ কোন অনুভূতি জাগে নি,
তবে তোকে দেখেই কেন অন্যরকম অনুভূতি?
যেন অন্য কোন এক আমি;

এই যে তোর জন্য হঠাৎ হঠাৎ মন খারাপ,
সময় অসময় এত এত ভালোলাগা!
এত এত দরদ!
এত এত মায়া!
কই, অন্য কারো জন্য তো লাগে নি!
একে কি ভালোবাসা বলে?

তুই কাছে থাকলেই চারিদিকে ভালোলাগার বসন্ত বাতাস
আর রাতভর জ্যোৎস্না,
তুই কাছে না থাকলে মনখারাপের বিষণ্ণ বাতাস লেপ্টে ধরে আমায়
আর রাত্রি জুড়ে অমাবস্যা;

কতযুগ পার করে দিয়েছি
তোকে দেখতে দেখতে,
তবুও দেখার কি শেষ হয়েছে?
কতযুগ পার করে দিয়েছি
তোকে চিনতে চিনতে,
আদতে কি চেনা হয়েছে?

কই, আমার কাছে এখনো তো তুই আনকোরা
প্রথম দেখা সেই নারী,
ভালোবাসায় আমি বড্ড আনাড়ি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন