পথ মাড়ানো
- যাযাবর জীবন
পথের যাত্রা পথে
চলে নিজ মনোরথে,
মানুষও চলে পথে
পথ মাড়িয়ে, একে অন্যকে;
কেও পথ আগলায়
কেও পথ কাটে
একজন আটকায় অন্যকে
আগে যাবার তাড়া সবারই
যদিও গন্তব্য সবার একই;
এই যে তাড়াহুড়া!
এই যে পথ আটকানো!
গন্তব্য কোথায় জানো?
মাটির ঘর সবার অপেক্ষায়
আগে যেতে পারব?
তবুও অন্যের পথ কাটা
আর অনাবশ্যক পথ আগলানো;
সব জেনে বুঝেও মানুষ আমরা
মানুষই তো!
অন্যের পথ আটকানো, পথ মাড়ানো
খুবই স্বভাবজাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন