শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

আগে তো মানুষ হও




আগে তো মানুষ হও
- যাযাবর জীবন


কুকুর বিড়াল ইঁদুর শুকর
আর সকল পশুকুলের জন্ম হয় রাস্তাঘাটে, বনে বাদারে;
জন্মের পরেই এরা মায়ের ওলানে,
কতগুলোর বাবা চিহ্নিত আছে?

কিছু কিছু মানব শিশুর জন্ম কিন্তু হয় বাবার পরিচয় ছাড়া
কিংবা হয়তো বাবার পরিচয় আছে
তবে বাবা নামক জন্তু লজ্জা পায় সমাজের কাছে পরিচয় দিতে
অথচ রাতের আঁধারে শিশ্নের ক্ষুধা মেটাতে কিন্তু লজ্জা ছিলো না এদের,
মায়ের কিন্তু বিকল্প নেই
জন্মের আগে সন্তান পেটে ধরে
জন্মের পর বুকে ধরে;

তবে সাধারণত মানব শিশুর জন্ম হয় হসপিটালে কিংবা ঘরে
এদের বাবা থাকে
মা থাকে
ভাই বোন, পরিবার থাকে,
তবুও কি মানুষ হয় সন্তানগুলো?
মনুষ্যত্ব কি দেখা যায় এদের মাঝে?
তবে কেন বাবা মার স্থান হয় বৃদ্ধাশ্রমে?
যে মা পৃথিবীর সাথে লড়াই করে সন্তানকে মানুষ করে
সেই মাই পর হয়ে যায় বৌ এলে ঘরে,
খুব বিচিত্র এক সমাজ ব্যবস্থায় বাস করছি আমরা,
আসলে কি সমাজ বলে কিছু আছে?
না স্বার্থের কাছে সব বিকিয়ে গেছে?

তুমি তো মানুষ হও নি হে আদম সন্তান
হয়েছ স্বার্থপর
তোমার চুল থেকে পা পর্যন্ত অর্থ
প্রত্যেকটা অংশে জিহ্ব বের করা স্বার্থ
আরে, আগে তো মানুষ হও
তারপর না হয় সম্পর্ক;

পশুর ক্ষুধা লাগলে আক্রমণ করে
শিকার ধরে
উদর পূর্তি করে
আর তুমি!
ওরে মানব, তুমি তো হত্যা কর শুধুই লোভে
প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছ সম্পর্ক
কারণ!
তুচ্ছ কিছু অর্থ
আর নখদন্ত বের করা স্বার্থ;

আগে তো মানুষ হও
তারপর না হয় হয়ো বাবা মা, হয়ো সন্তান;

ভাইবোন?
সে আবার কি?
নিক্তিতে স্বার্থের পরিমাণ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন