সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ঠিকানা




ঠিকানা
- যাযাবর জীবন


সময় পেরিয়ে গেলেই ছুটির ঘণ্টা
সময় আর ফুরোতে চায় না,

পথ পেরিয়ে এলেই তোর দেখা
পথের আর শেষ হয় না,

জীবন পেরিয়ে এলেই মাটির ঠিকানা
যেতেই হয় তবুও যেতে মন চায় না;

পেন্ডুলামে দুলছে জীবন-ঘড়ি
জানা নেই কখন বাজবে শেষ ঘণ্টা
কত বন্ধুর পথে হেঁটেছি
জানা নেই শেষ পথের শেষটা
আপাতত মাথার ওপর ছাদ তো আছে
বড্ড ভাবায় শেষ বাসস্থানের ঠিকানা;

ওখানে আমি একাই যাব
কাওকে সঙ্গে নেব না।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন