শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

পুরোটাই স্বার্থ



পুরোটাই স্বার্থ
- যাযাবর জীবন


যতক্ষণ টাকা ততক্ষণ স্বার্থ
তারপর পুরোটাই অনর্থ;

বাবা মা ভাই বোন সন্তান
বন্ধু বান্ধব পরিজন
যতক্ষণ পকেট গরম ততক্ষণ সম্পর্ক
যখনই পকেট ফাঁকা তখনই অনর্থ
যতক্ষণ দিতে থাকবে ততক্ষণই সম্পর্ক
যখনই দেওয়া বন্ধ তখনই অনর্থ
কোথায় সম্পর্ক?
পুরোটাই অনর্থ;

কোথায় সম্পর্ক?
কিসের সম্পর্ক?
স্বার্থ
পুরোটাই স্বার্থ;

একটা সম্পর্ক খুঁজছি
স্বার্থের ঊর্ধ্বে,
আমার মত বোকা আর কে আছে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন