সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

মন




মন
- যাযাবর জীবন


মন যার মনের কথা শোনে না,
সে চোখের থেকেও বেশী দেখতে চায়
সে নাকের থেকেও বেশী ঘ্রাণ পেতে যায়
সে মুখের থেকেও বেশী বলতে যায়;
আদতে সে সামনে থেকেও ভালোবাসা চোখে দেখে না
খুব কাছে থেকেও ভালোবাসার ঘ্রাণ তার নাকে লাগে না
যখন ভালোবাসার কথা বলতে হয় তখন হয়ে থাকে বোবা;

ভালো তো বাসে সবাই, কজন ভালোবাসা পায়?

ভালোবাসতে হলে মনকে মনের বশ করতে হয়
আর নয়তো সময় ক্ষেপণ আর মন ক্ষয়;

মনের দরজা খোলাই থাকে,
তবুও কেও কেও ভালোবাসার কড়া নাড়ে
যে বুঝে সে মনে মন ঢুকিয়ে দরজায় তালা আঁটে
যেমন তুই আটকা পড়ে আছিস;
আর কেও কড়া নাড়া বুঝতেই ভুল করে,
ভালোবাসা সে আটকাবে কি দিয়ে?
আমি আজো মুক্তো চাতক;

মন যার মন বোঝে না
সে ভালোবাসাই বোঝে না।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন