শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

ওহে মানব! বয়স হয়েছে তোমার




ওহে মানব! বয়স হয়েছে তোমার
- যাযাবর জীবন


একটি দুটি দাঁড়িতে পাক
তারও অনেক পরে চুল
শণে সাদা বাছার হিড়িক
তারপর ক্রমাহ্নয়ে সাদার দৌরাত্ম্য
একসময় অল্প কিছু হাতে গোনা কালো
কলপে কদিন সাদা লুকোনো যায়?
ওহে মানব!
এটা বয়স,
মুক্তি নাই কারো;

একটি দুটি দাঁত নড়া
কুড়মুড়ে হাড় চিবুনোতে নিষেধাজ্ঞা
একসময় আক্কেল উঠিয়ে ফেলতে হয় ব্যথায়
তারপর একসময় খাওয়ার মাঝে টুপ করে একটি দুটি দাঁত খসা
শুরু হলো দাঁত পড়া
ডেন্টিষ্টের পোয়াবারো
নকল দাঁত লাগানো,
নকল দাঁতে কি আর হাড় চিবুনো যায়?
ওহে মানব!
বয়স থেকে কোথায় পালাবে?

একটি দুটি রোগ বালাই
ডাক্তারের সাবধানতা
গ্যাসের চাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, রক্তচাপ
মুখরোচক খাওয়ায় নিষেধাজ্ঞা
এখন তো হরহামেশা হার্ট, কিডনি, লিভারে সমস্যা
সমস্যা শরীরের বিভিন্ন কলকব্জায়,
ফলমূল, শাকসবজি কদিন আর খাওয়া যায়?
ওহে মানব!
বয়স হয়েছে তোমার;

বয়স'কে আটকাতে পেরেছে কে কবে?






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন