শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

খারাপবাসা




খারাপবাসা
- যাযাবর জীবন


প্রিয়জনকে ভালো তো আমরা সবাই বাসতেই চাই,
ভালোবাসা কি আর সবাই গ্রহণ করে?
যেমন তুই;

তোকে ভালোবাসতে গেলেই
আনন্দ বার বার ঠেলে দেয় আমায় বিষাদের কাছে,
তার থেকে তোকে একটু খারাপ বেসে না হয় বৃষ্টি নিলাম
তাতেও যদি তোর আপত্তি থাকে
তবে খুব বেশী খারাপ বাসতে বাসতে না হয় রাত্রি হলাম;
তবুও সূর্য তোরই থাক
হাসিটুকু থাকুক তোর মুখে
আর জ্যোৎস্না তোর রাতে;

তোকে সবুজ করতে আমি বারবার নীল হবো
খারাপ বেসে,
যেদিন তুই নীল ভালোবাসবি
আমায় না হয় মনে করিস ভালো কিংবা খারাপ বেসে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন