সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

মন কেমন করা অনুভূতি




মন কেমন করা অনুভূতি
- যাযাবর জীবন



সবাই ভালোবাসার কথা বলে
অথচ ভালোবাসার সংজ্ঞা জানা নেই আমার;

আমি শুধু বুঝি
মাঝে মাঝে মন যেন কেমন করে আমার!

কখনো দিনে
যখন মাথার ওপর সূর্য থাকে
কখনো রাতে
যখন উথালপাথাল জ্যোৎস্না হাসে

কখনো ভোরে
যখন সূর্যোদয়ে আকাশ ডিমের কুসুম
কখনো সন্ধ্যায়
যখন সূর্যাস্তের লালে রাঙা হয় মেঘ

কখনো গ্রীষ্মে
যখন খুব রোদ তেতে ওঠে
কখনো বর্ষায়
যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে

ঠিক তখনই
ঠিক তখনই মন যেন কেমন করে;

যখন তুই সামনে থাকিস পলক ফেলি না দুচোখে
আর মন বড্ড মায়া মায়া
যখন তুই চোখের আড়াল কোথায় জানি কি নেই
আর মনের ভেতর কাঁটার খোঁচা
যখন তুই গভীর ঘুমে আমি চেয়ে থাকি তোর দিকে
যখন আমি ঘুমের দেশে তখন থাকিস তুই স্বপ্ন চোখে;

যতক্ষণ তুই সামনে থাকিস মন বড্ড মায়া মায়া
যতক্ষণ তোকে ছুঁয়ে থাকি মন বড্ড মায়া মায়া
যখনই তুই সামনে নেই মনের ভেতর তুই তুই
আর তোর কথা মনে এলেই চোখের ভেতর কাঁটা কাঁটা;

আচ্ছা! একে কি ভালোবাসা বলে?
অনুভূতিগুলো আমি একদমই বুঝতে পারি না;

বোঝা আর না বোঝার অনুভূতির মাঝে
ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন