সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

সৃষ্টিকর্তা দায়ী



সৃষ্টিকর্তা দায়ী
- যাযাবর জীবন


সবার জন্মই তো নাপাকি থেকে
এক ফোঁটা বীর্যে কত কোটি প্রাণ?

একটি ক্রোমোজোমই তো মাত্র নিষিক্ত হয়
পুরুষ কিংবা নারী কে জানে কি হয়?
অহংকার কেন রে তোর পুরুষ হওয়ার?
কেন এত দেমাগ রে সুন্দরী নারী?
জন্মে কোথায় ছিলো তোর হাত?
শোকর নেই সৃষ্টিকর্তার;

মিলন তো পশুতে পশুতেও হয়
বীর্য বের হয়
সেখানেও জন্মে ক্রোমোজোম দায়ী
কুকুর কিংবা হায়েনা হয়ে তো জন্মাই নি
শোকর কোথায় রে মানব সন্তান? সৃষ্টিকর্তার;

ভালো থেকে খারাপে
উত্থান থেকে পতনে
ধনী থেকে গরীবে
আর চাওয়ার সাথে পাওয়ার সামঞ্জস্য না হলে
সৃষ্টিকর্তা দায়ী;

রোগে শোকে
বন্যা খরায়
এক্সিডেন্ট কিংবা মৃত্যুতে
জীবনে বিপর্যয় নেমে এলে
সৃষ্টিকর্তা দায়ী;

প্রেম প্রণয়ে
সংসার জীবনে
সম্পর্কের ভাঙনে
জীবনে হাহাকার নেমে এলে
সৃষ্টিকর্তা দায়ী;

জীবনের সকল খারাপ পরিস্থিতিতে
কখনো ভেবেছি কি? কোথায় ভুল ছিলো আমার!
অথচ কি অবলীলায়ই না বিষোদ্গার করি
একমাত্র সৃষ্টিকর্তাই দায়ী;

মানুষ হয়ে জন্মেছিলাম
পশু হয়ে নয়
শোকর করেছিলাম? সৃষ্টিকর্তার।
তবে কেন এই দায়ভার?






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন