বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

অনুভূতির চোখ

আলোকে কি বন্দী করে রাখা যায়? 

দিন'কে বন্দী করেছিলো কে কবে?

সূর্য'কে? 

রাতের চাঁদ'কে মেঘ বন্দী করার চেষ্টা করলেও আলো ছড়ায়;


কে কবে বন্দী করে রাখতে পেরেছিলো অন্ধকার?

রাত যতই কালো হোক আকাশে তারা ফুটবেই

চাঁদ উঠবেই 

শেষমেশ সূর্য এসে দূর করে দেবে অন্ধকার;


মাঝে মধ্যে দিনের বেলায় মেঘ এসে সূর্য'কে ঢেকে দিতে চায়

মাঝে মধ্যে রাতের বেলায় জ্যোৎস্না'কে 

আসলে কি আলো ঢাকা যায়?

একদম কালো মেঘ হলেও আলোর আভা আকাশে থেকেই যায়;


বন্দী করা যায় না অনুভূতিগুলোকে, হোক সে সুখের কিংবা দুঃখের 

মন ভেদ করে কোন না কোন উপায়ে বের হয়ে আসেই

তারপর ছড়িয়ে যায় মস্তিষ্কের পড়তে পড়তে

অনুভূতিরও চোখ আছে চোখের ছায়ায়, মনের মায়ায়; 


আয়নায় আমরা নিজেদের হাসতে দেখি, কাঁদতে দেখি

চেহারায় হাসি কান্না না দেখা গেলেও চোখ ঠিকই অনুভূতির কথা বলে 

তবে আজকাল আর চোখ পড়ার মানুষ কোথায়?

মানুষ শুধু বাহির দেখে, চেহারা পড়ে, বাকিটুকু নিজে নিজে ধারণা করে;


আমি খুব যত্ন করে অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করি 

তবুও মাঝে মধ্যে কিভাবে যেন সূর্যের ফাঁক গলে কান্নাগুলো বেরিয়ে যায়

খুশিগুলো অবশ্য আটকে ফেলতে পারি অমাবস্যার ছায়ায় 

আমার চোখ পড়ার কেউ নেই, চোখের মায়ায়। 



১৬ এপ্রিল, ২০২২


#কবিতা 


অনুভূতির চোখ 

 - যাযাবর জীবন 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন