শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

নিজের সাথে মুখোমুখি

একদিন সকালের রোদে চা এর কাপ হাতে দুজন বসব মুখোমুখি 

না, না, দুজন বলতে আমি আর অন্য কেউ না

আমি আর আয়নার ওপারের আমি

শুধু আমরা দুজন, মুখোমুখি;


রোদ ভিজিয়ে চা খাব আর নিজেদের মধ্যে একটু আলাপন 

পুরনো কিছু সুখের স্মৃতি, কিছু কষ্টের কান্না আর আয়নার ওপারের আমি

টুপ করে চায়ের কাপে রোদ চুইয়ে পড়বে সুখের ঝলমলে স্মৃতিগুলো নিয়ে

আমি রোদ আড়াল করে দুঃখগুলো এক চুমুকে শেষ করে আকাশটার দিকে তাকাবো

ওখানে কিছু মেঘ উড়ছে, সাদা সাদা পেঁজা তুলোর মত 

পাশেই একটি কৃষ্ণচূড়া গাছ ঝেঁপে লাল টকটকে ফুল ফুটেছে

আমি কষ্টের রক্ত-লাল চা চুমুক দিয়ে উদাস চোখে তাকিয়ে দেখি

একটা কোকিল ডাকছে পাশের ডালপালা-হীন কড়ই গাছটাতে, 

হঠাৎ করেই আমার মন ভালো হয়ে গেলো

কান্নাগুলো চুমুকে গিলে ফেললে মন তো এমনিতেই ফুরফুরে হয়ে যায়

তার উপর আবার আলো ঝলমলে কুহুকুহু ডাকের সকাল,

শব্দরা খেলা করছে মাথায় 

একটা কবিতা লিখতে ইচ্ছে করছে, 

থাক, এখন লিখব না

শব্দগুলোকে সারাদিন কাজের ফাঁকে লুকিয়ে রাখব

তারপর সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যের পরে না হয় আবার ফিরে আসব

ঝুল বারান্দায় আবার চায়ের কাপ হাতে নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে আবার নিজেকে দেখব! 


আজ চাঁদ উঠবে কি? জ্যোৎস্না হবে?

অনেকদিন হয়ে গেছে চাঁদের হিসেব রাখি না 

আগে চন্দ্রমাস প্রায় মুখস্থই থাকতো,

সেই অনেকদিন আগে, যখন তোর জন্য রাত জাগতাম!

তোর জন্য কবিতা লিখতাম

আর জ্যোৎস্না হোক কি অমাবস্যা! প্রতি রাতে তোকে ভালোবাসতাম;  

আজকাল ঐসব মনে হলে বড্ড হাসি পায়

কি ছেলেমানুষই না ছিলাম! 

প্রেম ছিলো, ভালোবাসা ছিলো, হাসি ছিলো, কান্না ছিলো 

অভিমান ছিলো, রাগ ছিলো, আর ছিলো মান ভাঙানোর দায়

আজ তুই কোথায়? আমিই বা কোথায়? 

আসলে জীবনটা কবিতা না, 

সব সময় সোজাসাপ্টা গল্পও না 

আমার কাছে আজকের জীবনটা যেন অনেকটা রসকষহীন প্রবন্ধের মত

শুধু আমার কাছে না রে! যারা জীবন দেখেছে যারা জীবনের গভীরে গিয়েছে

ওদের সবার কাছেই জীবনটা হয়তো প্রবন্ধই ঠেকেছে, 

বেশীরভাগ মানুষের জীবন খাতা কষ্ট করে পড়তে হয়

ওটা খুব সহজ কোন রম্য গল্প নয়, নয় কবিতা 

কে আর প্রবন্ধ পড়তে চায়? 

জীবনটা কবিতা হলে আসলে খুব খারাপ হতো না

অনুভবে অনুভবে প্রেম, অনুভবে অনুভবে জীবন পাড়, 

জীবনটা বেশীরভাগ মানুষের কাছে পেটের ধান্ধা! প্রবন্ধের কঠিন সংসার; 


আজ রাতে আবার না হয় আরেকবার বসব ইজিচেয়ারে, চায়ের কাপ হাতে 

চাঁদ উঠলে জ্যোৎস্নার দিকে তাকিয়ে একটা কবিতা লিখব 

অমাবস্যা থাকলে না হয় জীবনের প্রবন্ধটাকে খুলে পড়ব 

তারপর নিজের সাথে নিজের বোঝাপড়া 

অন্ধকারে নিজের সাথে কথা বলতে সুবিধা হয় 

ভুলগুলো সহজেই বের করা যায় নিজের সাথে নিজের কথায়,

আয়নার সামনে নিজের সাথে মুখোমুখি বসে। 


২৯ এপ্রিল, ২০২২ 


#কবিতা 


নিজের সাথে মুখোমুখি 

 - আহসানুল হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন