মানুষ বেঁচে থাকার একটা মাধ্যম খুঁজে
সম্পর্কগুলো তার মধ্যে অন্যতম
এই সম্পর্কগুলোকে ঘিরেই মানুষের জীবন চলে
আবার সম্পর্কগুলোই সম্পর্কহীনতায় জীবনকে একলা ছুঁড়ে ফেলে;
আচ্ছা! বলতে পারো সকল সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে আপন কোনটি?
চোখ বুঝে পঁচানব্বই ভাগ উত্তর মিলবে বাবা-মা ও সন্তানের সম্পর্ক
চার ভাগ হয়তো বলতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্ক
আর এক ভাগ বলতে পারে বাকি অন্যান্য সমস্ত সম্পর্ক;
একটা মায়ের অনেকগুলো সন্তান থাকলেও অনেকগুলো সন্তানের একটিই মা
একটা বাবার অনেকগুলো সন্তান থাকলেও সন্তানগুলোর বাবা একজনই
বাবা-মায়ের অনেকগুলো সন্তান হলেও এক একজন এক এক রকম
এক একজন সন্তানের সাথে বাবা-মায়ের আচরণ এক একরকম
মজার ব্যাপার কি জানো? সব সন্তানের কাছে বাবা-মা একই রকম
তোমরা খেয়াল করেছে ব্যাপারটা? আমি কিন্তু করেছি;
কোন এক ছেলে কিংবা মেয়ে বাবা-মায়ের জন্য হয়তো জান দিয়ে করেই যাচ্ছে!
অথচ বাবা-মায়ের একচোখা আদর অন্য এক সন্তানের জন্য, বড্ড চোখে লাগে
সাধারণত মেয়েরা বাবা-মায়ের জন্য যতই করে থাকুক না কেন!
আমাদের দেশের বাবা-মার চোখের মণি হয়ে থাকে ছেলে সন্তান
চারিপাশের পরিবারগুলোর মধ্যে এটাই স্বাভাবিক দেখা যায়
প্রচুর ব্যতিক্রমের গল্প আছে, কেউ বলতে চায় না, আমি চোখে দেখেছি;
সন্তান বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিংবা স্বার্থপরের মত বৌ নিয়ে আলাদা থাকে
এটা আমাদের চারিপাশে খুব কমন; যৌথ পরিবার একসাথে মিলেমিশে?
শহরে আজকাল এই ধ্যান ধারণাই বদলে গেছে, গ্রামে বা মফস্বলে এখনো হয়তো আছে
কিন্তু অনেক বাবা-মাই ওনাদের অনেকগুলো সন্তানের মধ্যে বিশেষ একটি সন্তানকে
সবসময়ই অতিরিক্ত দিয়ে থাকেন, সে আদর সোহাগই হোক কিংবা সহায় সম্পত্তিই
আর কোন একজনকে সারাজীবনই বঞ্চিত করে, দেখেছ তোমরা? আমি দেখেছি;
আমরা স্বাভাবিক নিয়মগুলো দেখেই অভ্যস্ত, উল্টোটা হলেই চোখে বড্ড লাগে
অথচ তোমাদের পঁচানব্বই ভাগ সবচেয়ে আপন সম্পর্কের মাঝে বহুভাগ উল্টোটা হয়ে থাকে
সন্তানরা এগুলো খুব সন্তর্পণে লুকিয়ে রাখে, বাবা-মায়ের অশ্রদ্ধা কোন সন্তানই বা করে!
ক্রমাগত অবহেলা সয়ে সয়ে ভুক্তভোগী সন্তানরা নিজের মাঝে গুমরে মরে
আর সৌভাগ্যবান ঐসব সন্তানরা! সারাজীবন বাবা-মায়ের আদরে থাকে ঘরে
ঐ বাবা-মা দের কেউ দেখেছ তোমরা? ঐ ভুক্তভোগী সন্তানদের? আমি দেখেছি।
৩০ এপ্রিল, ২০২২
#কবিতা
ভুক্তভোগী সন্তান
- আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন