মানুষের পৃথিবীতে অমানুষের বসবাস কম না
মানুষের আদলে ঘোরাফেরা, আসলে মানুষ না
একদল মানুষ আছে ঘামে ভেজে রোদে পোড়ে
অন্যদল এদের মাথার ওপর, হাতে ছড়ি ঘোরে;
তেলা মাথাতেই লোকে দেখি ঘি ঢালে টনে টনে
তেল ঢালতে ঢালতেই তাকে গালি দেয় মনে মনে
বিপরীত মানসিকতা আজকাল হরেদরে পদে পদে
বৈপরীত্যের বিচিত্র চরিত্র দেখি আপদে বিপদে;
চরিত্র বলতে আজকাল আছে নাকি কোন কিছু?
এ তার বৌ এর, সে তার জামাই এর পিছু পিছু
যুগ যুগের সংসারে হঠাৎ একদিন দেখি ভাঙন
পরকীয়া নামের এক ভাইরাস নাকি তার কারণ;
প্রেম আজকাল হয়ে গেছে স্কুলের বাচ্চাদের খেলা
পরস্পর শরীর উন্মোচন, প্রেমের নামে ছোটবেলা
কলেজে উঠতেই অভিজ্ঞতার ঝুলিতে এবরেশন
জানা স্বত্বেও ভুল করে ফেলে নিতে প্রোটেকশন;
চরিত্র নিয়ে আজকাল বোকারাই কথা বলে
শরীর খেলার পরে শরীর'টা ধুয়ে নিলেই চলে
সম্পর্কে সত্য কথা ইদানীং বলে নাকি কেউ?
সত্য বললেই তো সম্পর্কে লাগে ভাঙনের ঢেউ;
ধোঁকাবাজি পদে পদে টাকার গন্ধ যেখানেই থাকে
কাগজের টাকা সবচেয়ে আপন, সম্পর্ক দূরে থাকে
টাকায় কি না কেনা যায়! বন্ধু বান্ধব আর আপন জন
কপর্দকহীন হয়ে একবার দেখই না কে তোমার আপন?
স্বার্থ সবাই চেনে যখন যেভাবে যেটাতে যার সুবিধা
স্বার্থে আঘাত লাগলেই মানুষের হয়ে যায় অসুবিধা
সত্য কথা বলে না কেউ চলতে ফিরতে সংসারে
সত্য'কে তিতা জেনে চিরতা কজন রাখে ঘরে?
১৭ এপ্রিল, ২০২২
#কবিতা
চিরতা
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন