খালি চোখে আজকাল মানুষ দেখতে ইচ্ছে করে না
মানুষের রিপুগুলো বড্ড উগ্র হয়ে ফুটে ওঠে
লোভের লোলুপ দৃষ্টি ইদানীং কেন জানি অসহ্য লাগে
অথচ এগুলোই দেখতে হয় খালি চোখে, মানুষের চোখে তাকিয়ে;
তাই আজকাল চোখের ওপর চশমার পর্দা রাখি, খুব গাঢ় রঙের
অনেকটা কালোর কাছাকাছি, যদি কালোতে কালোতে কাটাকাটি হয়ে যায়!
রিপুর রঙ তো কালোই, তাই না?
আচ্ছা স্বার্থের রঙ কি?
মানুষ অর্থের রঙিন রঙ দেখে মোহিত হয়
অর্থের লিপ্সার রঙও কি রঙিন?
আচ্ছা! রঙিন অর্থ পকেটে ঢুকতেই কি মন কালো হয়ে যায়?
সবার নয় নিশ্চয়ই,
আমি মাঝে মাঝে মানুষের মাঝে মানুষ খুঁজি;
আজকাল চারিপাশটা একটু দূর থেকে দেখতে চাই
তাই মাঝে মধ্যে চোখে ক্যামেরা লাগাই,
লম্বা লেন্স দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি কিংবা পাহাড়ের
অথবা সমুদ্রের, প্রকৃতির রঙে কোথাও স্বার্থের কালো রঙ নেই
পাখিদের মধ্যে নেই স্বার্থের দ্বন্দ্ব, কোত্থেকে থাকবে বলো!
পাখিদের আকাশটা অনেক অনেক বড়;
পশুদের মধ্যে অবশ্য কিছু মারামারি দেখি, সেটুকু খাদ্য নিয়ে
আশ্চর্য হয়ে দেখি ক্ষুধা মিটে গেলেই ওদের হিংস্রতা কমে যায়,
অথচ মানুষের হিংস্রতা কমে না, কমে না তাদের ক্রমবর্ধমান চাহিদা
লোভের কাছে পরাজিত মানুষ গলাটিপে হত্যা করে আপন সম্পর্কগুলোকে
তারপর রাশিরাশি বিত্তের ওপর শুয়ে বসে একলা জীবন কাটায়,
খোলা চোখে এদের দেখলে আমার বড্ড মায়া হয়;
আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এদের মস্তিষ্কটা মাইক্রোস্কোপের নীচে নিয়ে দেখতে
নিওরণ কোষের একটা ছবি যদি অনেক বড় করে দেখতে পেতাম?
ভালো করে জুম করে খুঁজে দেখতাম ওখানে আসলে মনুষ্যত্ব কোথাও আছে কি না!
চোখে প্লাস পাওয়ারের চশমাটা লাগিয়ে ডিকশনারির দিকে তাকিয়ে আছি
মনুষ্যত্বের সংজ্ঞা পড়ছি,
আজকাল ওটা শুধুমাত্র ডিকশনারিতেই পাওয়া যায়।
২৬ এপ্রিল, ২০২২
#কবিতা
চশমায় মানুষ দর্শন
- আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন