বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

কোথায় চলেছি আমরা?

সুঁই এর খোঁচা খেয়েছ কখনো?

খেলতে গিয়ে পায়ে কাঁটা ফোটে নি কার? 

পড়ে গিয়ে ছিলে যায় নি, কেটে যায় নি এমন কেউ আছে?

খেলতে গিয়ে, পড়ে গিয়ে কিংবা এক্সিডেন্টে হাত পা ভেঙেছে কখনো?

আচ্ছা! মাথা ব্যথায় কাতরায়নি এমন কেউ আছে?

চরম মাইগ্রেনে কাউকে কাউকে দেয়ালে মাথা ঠুকতে দেখেছি আমি

তাহলে কেটে ছিঁড়ে যাওয়ার, ভেঙ্গে কিংবা মচকে যাওয়ার যন্ত্রণা 

শারীরিক কষ্ট, ব্যথা বেদনা তো তোমরা জানই,

জানো না?


রান্না করতে গিয়ে তেলের ছিটায় ফোস্কা পড়ে নি এমন গৃহিণী আছে?

কিংবা সিগারেটের আগুনে হাত পোড়ায় নি এমন খুঁজে পাওয়া ভার

আগুনে পোড়া, ইলেকট্রিক শক লেগে পোড়ার মত বড় এক্সিডেন্টের কথা বাদই দিলাম    

নিদেন পক্ষে ম্যাচের কাঠি জ্বালাতে গিয়ে পোড়ার জ্বলুনি সয় নি, এমন কেউ আছে?

পোড়ার যন্ত্রণা কি ভয়াবহ কষ্টের যার না পুড়েছে সে বুঝবে না; 


এই যে ব্যথা বেদনার কথা বলছি! 

এই যে পোড়ার কষ্টের কথা বলছি! 

কেন জানো? 

একটু পরে বলছি;  


আচ্ছা! তোমরা তো নিশ্চয়ই কোরবানি দিতে দেখেছ

নিদেন পক্ষে মুরগি জবাই করা দেখে নি কে?

মাংস খায় না এমন মানুষ হাতে গোনা,

মৃত্যু যন্ত্রণায় প্রাণীগুলোর ছটফট করা দেখেছ?

নাকি শুধু মাংসই খেয়েছ? 

এই যে প্রাণীগুলোর ভয়াবহ মৃত্যু যন্ত্রণার কথা বলছি! 

কেন জানো? 


কারণ আমিও মৃত্যু'কে গলায় পড়েই জন্মেছি 

শুধু আমি না

আমি, তুমি, সে ও আর আমরা সবাই,

পশু পাখি সহ সমস্ত প্রাণীকুল

প্রত্যেকটা জীবিত'কেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,

মৃত্যুটা যে কি কষ্টের! কি ভয়াবহ কষ্টের! কখনো চিন্তায় আসে কি?

উঁহু! আসে না, আসলে মৃত্যুর কষ্টটা আমরা অনুধাবনই করতে পারি না,

একদিন, মাত্র একদিন একটা মুরগি জবাই করে তার মৃত্যু যন্ত্রণাটা নিজ চোখে দেখ, 

বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে; 


মৃত্যু যন্ত্রণা সইতে পারার মত শক্তিই যেখানে আমার নেই!

সেখানে দোযখের আগুন সইব কিভাবে?

অথচ কি অবলীলায়'ই না আমরা এগিয়ে চলেছি দোযখের দিকে!  

পৃথিবীর তুচ্ছ অর্থ, স্বার্থ আর খ্যাতির নেশায়। 


২৮ এপ্রিল, ২০২২


#কবিতা 


কোথায় চলেছি আমরা?

 - আহসানুল হক 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন