মাথার ওপর সূর্য ছিলো একদিন তপ্ত দুপুর
নদীতে পাখির জলকেলি, সাঁতার হাপুরহুপুর
চরে রোদের তেজ, গরমে অস্থির আমরা
নদী পাড়ে বালুর গরমে পুড়ে যায় চামড়া;
সাথে নৌকা ছিলো একটা চরে চরে ঘোরার
শিকারি ক্যামেরা কাঁধে পাখির ছবি তোলার
কখনো নৌকোয় কখনো চরে কখনো পানিতে
যেখানেই পাখি সেখানেই পাখির হাতছানিতে;
চখাচখি কিছু নদীতে জলকেলি করছিলো
বকের দল লম্বা ঠোঁটে পানিতে মাছ খুঁটছিলো
হঠাৎ ক্যামেরার লেন্সে পাকড়া উল্টা ঠোঁটি
দৌড়ে ক্যামেরা তাক করতে গিয়ে ছিঁড়লো চটি;
বালির গরমে পা পুড়ে, ক্যামেরা ক্লিক ক্লিক করে
লেন্সে চোখ থাকলে পা এর কথা কে মনে করে?
হঠাৎ বকের ঝাঁক পাখা মেলে দিলো দূর আকাশে
চর জুরে তপ্ত গরমের লু হাওয়া বইছিলো বাতাসে;
একজোড়া টার্ন পাখি প্রেমে মত্ত ছিলো নদী তীরে
পুরুষ পাখিটি মেয়েকে খুশি করার চেষ্টায় মাছ ধরে
মিলনের আশায় মেয়ে পাখিকে খাওয়ায় এনে মাছ
একমাত্র মানুষই ঝগড়ায় করে সম্পর্কের সর্বনাশ;
ইদানীং আর মানুষের ছবি তুলতে ইচ্ছে করে না
ওরা রঙ বদল করে ক্ষণে ক্ষণে ক্যামেরায় ধরে না
তার থেকে পাখির ছবি তোলা ঢের বেশি ভালো
সাদা আর বাদামী মানুষগুলোর মন দেখেছি কালো।
১৩ এপ্রিল, ২০২২
#কবিতা
সাদাকালো মন
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন