বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

তৃষ্ণার্ত

সে দিনটায় গরম ছিলো, গুমোট আবহাওয়া

পাহাড় বাইতে গিয়েছিলাম সাথে চৈত্রের হাওয়া 

কাঠফাটা রৌদ্দুর খাড়া মাথার ওপর 

মাটি ফেটে চৌচির পাহাড়ের ভেতর; 


সে দিনটায় কেন জানি মন খারাপ ছিলো

আকাশে তাকিয়ে ভাবছিলাম মেঘের কি হলো?   

নীলাকাশে দূর দূরান্তেও দেখিনি মেঘের ভেলা 

রাগাহ্নিত সূর্যটা করছিলো গরমের সাথে খেলা;


সাথে আনা পানি শেষ হয়ে গিয়েছিলো 

দুপুর চড়তেই তৃষ্ণায় ছাতি ফাটছিলো 

কে বলেছে হীরে মণি মুক্তো অমূল্য! 

তৃষ্ণার্ত জানে একঢোক পানির মূল্য;   


সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত বিকেলে 

কানে কুলকুল শব্দ পানির কথা বলে 

আরেকটু এগোতেই সামনে ঝর্ণা ধারা 

পানি দেখতেই মন খুশিতে পাগলপারা;


অঞ্জলি ভরা পানিতে পিপাসা মেটালাম 

ঝর্ণায় নেমে পড়ে নিজেকে ভেজালাম 

অপরূপ সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ্‌ মহান 

ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান। 



১০ এপ্রিল, ২০২২


#কবিতা 


তৃষ্ণার্ত 

 - যাযাবর জীবন 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন