ঘাসের গন্ধ ভাসে ঘাসে
মাটির কিছু গন্ধ মিশে আছে
ভোরের গন্ধ ঘাসের শিশিরে
রোদের গন্ধ নিয়ে সূর্য হাসে;
ঐ দূরে হালকা কুয়াশা
নদীর ওপর আবছা ধোঁয়াশা
ঘুমভাঙা পাখিরা ঘর ছেড়েছে
রোদ মেখে নিচ্ছে খোলা পালকে;
ঘাসের ওপর সকালের শিশির
সোনারোদ চকচক করে
ঘাসফড়িং রোদ মাখে ডানায়
বসবাস ঘাসের ঘরে;
আমি শরীরে মাটির গন্ধ শুঁকি
বাতাসে মেঠো ঘাসের গন্ধ ওড়ে
আমি হাত বাড়িয়ে রোদ ছুঁতে যাই
ঘাসের শিশির টুপ করে ঝরে পড়ে।
০৯ এপ্রিল, ২০২২
#কবিতা
ঘাসের শিশির
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন