বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ওপরে ওঠার বাসনা

সবারই দেখি অনেক তাড়া

অনেক দূরে যাওয়ার, অনেক ওপরে যাওয়ার

জীবনে অনেক ওপরে ওঠার বাসনা 

জীবনে অনেক দূরে যাওয়ার ইচ্ছে, অনেক দূরে; 


আমারই কোন তাড়া ছিলো না কখনো 

ওপর কিংবা দূর আমার মনের অনেক দূর 

আমি এই ভালো, এক পা এক পা করে 

যখন ভোর হয় আমি সূর্য ওঠা দেখি পিঠে রোদ মাখি

যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজি, বৃষ্টি বিলাস করি

যখন চাঁদ ওঠে, আমি ছাদে চলে যাই কিংবা খোলা মাঠে

উদোম গায়ে শুয়ে থাকি, সারা শরীরে জ্যোৎস্না মেখে 

জ্যোৎস্নাস্নান করি, হেঁড়ে গলায় গান গাই গলা ছেড়ে;  


তোমাদের মত আমার এত তাড়া নেই, জীবনে ওপরে ওঠার  

যারা ওপরে উঠতে চায় তারা গায়ে রোদ মাখতে পারে না 

তারা বৃষ্টিতে ভিজতে পারে না, তারা জ্যোৎস্না বিলাস জানে না 

তাদের শুধু টাকা, টাকা আর টাকা 

টাকার তলায় চাপা পড়ে যায় সময় 

টাকার তলায় চাপা পড়ে দিনরাত্রি আর চন্দ্রসূর্য 

এগুলোর আসলে তাদের জীবনে কোন মূল্যই থাকে না 

তার ওপরে দিকে তাকিয়ে থাকে আর টাকা টাকা করে

টাকা টাকা করে হারিয়ে ফেলে ঘুম, হারিয়ে ফেলে শান্তি 

হারিয়ে ফেলে পরিবার, হারিয়ে যায় সম্পর্ক 

সবকিছু হারিয়েও তারা ওপরে উঠতে চায়, অনেক ওপরে

ঐ বিশাল টাকার পাহাড়ের ওপরে;   


তারচেয়ে এভাবেই আমি ঢের ভালো আছি

এক পা দু পা করে পথ চলি 

গায়ে রোদ মেখে ঘেমে নেয়ে যতটুকু প্রয়োজন পাথেয় কুড়োনোর চেষ্টায় থাকি

বৃষ্টিতে ভিজতে ভিজতে পরিশ্রমের ঘাম ধুয়ে ফেলি, বৃষ্টি বিলাসের ছলে

কখনো কখনো ব্যর্থতার কান্না ধুয়ে নেই ঝুম বৃষ্টির জলে,

আসলে মানুষের প্রয়োজন কতটুকু?

পেট ভরতে কি অনেক খাবার লাগে? 

চোখের ক্ষুধার অবশ্য শেষ নেই কোন, শেষ নেই মনের ক্ষুধার

আমার ছোট্ট একটি সংসার, প্রয়োজন অল্প একটু খাবার

তার জন্য আমার ঐ ওদের মত অত ওপরে ওঠার দরকার নেই

মাথার ওপর টিনের একটা ছাদ

দুবেলা পেটে দু মুঠো ভাত 

আর সন্তান সন্ততি পরিবার নিয়ে স্বস্তিতে বসবাস। 


২৫ এপ্রিল, ২০২২


#কবিতা 



ওপরে ওঠার বাসনা 

 - আহসানুল হক  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন