বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বোধের রঙ

প্রতিদিন রাত হয় আকাশ কালো করে 

আসলে আকাশ কি কালো? 

সূর্য-বাতিটা ধুসর হতে হতে নিভে যায় প্রতিদিন সন্ধ্যায়

মাসের কিছু সময় আকাশে চাঁদ উঠে 

সূর্যের ঘুমের সাথে সাথে মাসের বাকি সময়টা চাঁদও ঘুমায়, 

আমরা আকাশ'কে অন্ধকার হতে দেখি

কখনো কখনো কালোর ভেতর তারা'র মিটমিট  

আসলে আকাশ কি কালো?    


আকাশ কি রঙ বদলায়?

ঊষালগ্নে কিংবা গোধূলি বেলায় আকাশটা লাল রঙ ছড়ায়

সূর্যের মেজাজের সাথে সাথে কখনো হালকা নীল, কখনো আকাশী 

আবার ঝুমঝুমান্তি বৃষ্টির পরে সূর্য হেসে উঠলে 

মেঘের ভেলার ওপারে গাঢ় রঙের নীল দেখা যায় 

সন্ধ্যার ঠিক আগ দিয়ে আকাশটা নিজেকে কেমন যেন ধুসর করে ফেলে

আমি আকাশে রঙের খেলা দেখি

আকাশের রঙ বুঝতে বুঝতে কখনো হৃদয় খুলে তাকাই, কখনো অনুভূতি

খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করি অনুভূতিগুলোর মাঝে রঙের তারতম্য 

ঠিক আকাশের রঙের মত মনে রঙের খেলা;


কখনো মন প্রশান্ত থাকলে অনুভূতি ঘিরে সবুজ রঙের একটা বলয় তৈরি হয়  

অনুভূতির চারিদিকে কখনো লাল রঙের প্রলেপ দেখি ভালোবাসায়

রাগ আর উত্তেজনায়ও অনুভূতি লাল হয়ে যায় কখনো 

আবার মন প্রশমিত হয়ে আসলে অনুভূতিতে নীলের খেলা দেখি 

মনে খুশির আধিক্যে অনুভূতিতে কখনো হলুদ কখনো কমলা 

শান্ত মন দেখে শুভ্র সাদা 

দুঃখবোধ মনকে ধুসর করতে থাকে 

খুব মাঝে মাঝে উৎকণ্ঠায়, ভয়ে আর অতিরিক্ত দুঃখভারে 

কাঁদতে কাঁদতে অন্ধকার হয়ে যাই রাতের মত 

হ্যাঁ, আমারও কান্না আসে; দুচোখ ছাপিয়ে 

ব্যথা বেদনা দুঃখবোধ তো মানুষেরই থাকে! 


আমি মাঝে মাঝে আকাশের রঙ দেখি মাঝে মাঝে বোধের 

তারপর আকাশ হতে চাই অনুভূতিতে  

মনের অনুভূতিগুলো আকাশের মত ছড়িয়ে দিতে,

কি বোকাই না আমি! মানুষ কি আকাশ হতে পারে? 



১১ এপ্রিল, ২০২২


#কবিতা 


বোধের রঙ 

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন