আজকাল চোখের লেন্সের ওপর একটা পর্দা ফেলে দেই,
চোখে রোদ চশমা লাগাই
কিংবা ক্যামেরার লেন্সে মানুষ দেখি,
আমি বলি আলগা চোখ;
চোখের লেন্স তীব্র ক্ষমতাসম্পন্ন, বড্ড বেশী প্রখর
সবকিছুই দেখে নেয়, মানুষের বাহির ও ভেতর;
স্থির হয়ে সামনে বসে থাকা মানুষকে দেখে ৫৭৬ মেগাপিক্সেলে
আর ১ কোটি আলাদা রঙ,
চলমান বস্তু চোখ কত দ্রুত দেখে জানো?
৭৭৭ গিগাপিক্সেল প্রতি সেকেন্ডে, সে গতি তোমরা কল্পনাও করতে পারো না
খোলা চোখে দেখতে পাই প্রচণ্ড গতিবেগে চারিপাশের সম্পর্কের ভাঙন;
স্বার্থ, সম্পর্ক আর অনুভূতিগুলো
ক্যামেরার চোখ ধরতে পারে সেগুলো?
মানুষ মাঝে মাঝে এত নিষ্ঠুর! এত কদর্য স্বার্থের রূপ
অনুভূতির প্রখরতা! রিপুর কদর্যতা
চারিদিকে ঝনঝন কাঁচের মত ভেঙে পড়া সম্পর্কের ভাঙন
আজকাল আর সহ্য হয় না,
তাই ইদানীং খোলা চোখে মানুষ দেখতে ইচ্ছে করে না
তার থেকে খালি চোখে আকাশ দেখি, গাছপালা, নদীনালা, পশুপাখি
মানুষের দিকে তাকাতেই হলে চোখে রোদ চশমার একটা আবরণ লাগাই
কিংবা মাঝে মাঝে দেখি ক্যামেরার চোখে
ক্যামেরা আর কত মেগাপিক্সেলেই বা মানুষ'কে দেখাবে?
ওর তো সর্বোচ্চ ক্ষমতা মাত্র ১০৮ মেগাপিক্সেল!
ওটুকু তাও সয়;
আর আবরণ ছাড়া খোলা চোখে?
৫৭৬ মেগাপিক্সেলে মানুষের অনুভূতিগুলোও পড়া যায়,
নগ্ন চামড়ার মানুষ তাও চোখে দেখা যায়
ভেতরের নগ্নতা? সে বড্ড পীড়া দেয়।
১৬ এপ্রিল, ২০২২
#কবিতা
আলগা চোখ
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন