আমরা এখন
- যাযাবর জীবন
তুই ভালোবাসার কথা বলতেই
সূর্যটা ডুবে গেল
আমি ভালোবাসার ডাক শুনতেই
অমাবস্যা ধেয়ে এলো;
প্রেমের কথা
তোর কিংবা
আমার
দুজনের কারোরই সয় না;
ভালোবাসার চুমুতে কতবার রক্তাক্ত হয়েছি
তুই আর
আমি
দুজনেই।
এখন আমরা
দুজন দু-ভুবনে,
তাই হয়তো আকাশে সূর্য হাসে
দিনে সোনালী রৌদ্র,
সূর্য মুখ লুকোলেই আকাশেতে চাঁদ ওঠে
রাতে জ্যোৎস্নার বান,
পাখি গান গায়
নিশ্চিন্ত আপন মনে;
কি দরকার আছে বল
নষ্ট ভালোবাসার বাসর সাজিয়ে
প্রকৃতিকে কষ্ট দিয়ে?
তার থেকে
এই তো বেশ ভালো আছি
তুই
আমি
দুজনে
দু-ভুবনে।
যখনই তোর কথা মনে পড়বে
না হয় কিছু সময়ের জন্য
ডেকে নেব তোকে
আমার কল্পলোকে,
আর মাঝে মাঝে ছন্দহীন কিছু শব্দ সাজিয়ে
তোকে নিয়ে আঁকিবুঁকি খেলবো
কাগজে কলমে
কবিতার আদলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন