ভালোবাসার খোঁজ
- যাযাবর জীবন
কেও ভালোবাসা খোঁজে
কেও ভালোবাসার মানুষ খোঁজে
সম্ভব আর অসম্ভব সব স্বপ্নের ভাঁজে;
খড়ের গাঁদায় খুঁজলেই কি মেলে সুঁই?
সিগারেটের ধোঁয়ায় ওড়ে চিন্তা শুধুই
আর দহনের কলমের ডগায় কবিতার কঙ্কাল;
ভালোবাসা শুধুই কাব্যে মেলে
অথবা আষাঢ়ে গল্পে
কিংবা সস্তাদরের কবিতায়।
আমরা ভালোবেসে আর অথবা না বেসে বেঁচে থাকি
আমরা ভালোবাসা আর ভালো না বাসার মাঝে বাস করি
আর প্রতিনিয়ত ভালোবাসার নামে দহন খুঁড়ি
আদতে আমরা কেও কারো জন্য নই
ভালোবাসা নামক অলীক কল্পনা শুধুই কাব্যে গড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন