তৃষ্ণা
- যাযাবর জীবন
তোকে দেখি না
অনেক দিন হয়ে গেছে;
চৈত্রের খরা লেগেছে দুটি চোখে
আকণ্ঠ তৃষা দেহমাটিতে
চাতক চোখ কোথায় না খুঁজে বেড়ায় তোকে?
তুই একবার দেখা দিয়ে গেলে
চৌচির মাটিতে
হয়তো আবার দূর্বা জন্মাবে,
হৃদয়ের ঘর্ষণে আকাশে বজ্রপাত না হলেও
নিশ্চিত বৃষ্টি নামবেই চোখের কোল বেয়ে;
কত দিন হয়ে গেছে
দেখা হয় নি তোর সাথে;
তোকে একবার বড্ড দেখতে ইচ্ছে করছে
চোখের আলো নিভে যাবার আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন