নির্ঘুম
- যাযাবর জীবন
নির্ঘুম রাত্রি, অন্ধকার চারিদিক
কোথায় জ্যোৎস্নার বাস?
কোথায় জোনাক?
কোথায় বা চাঁদ?
বোধ বুদ্ধিহীন ভালোবাসার অনুভব
প্রেমেতে বুদ্ধিনাশ
দহনে জীবন্মৃত
পড়ে থাকে যেন লাশ।
ঘুমের ওপারে স্বপ্ন
ভূবনের ওপারে তোর বাস
হাত বাড়ালেই শূন্য
তবুও হৃদয়ে মিলনের আশ।
ছোঁয়ার আগেই ফুরিয়ে যায় স্বপ্ন
ধরার আগে তুই
শূন্যের মাঝে শূন্য হয়ে আমি
সারারাত জেগে রই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন