লিলুয়া বাতাস
- যাযাবর জীবন
প্রেমের বাতাস বয়ে যায়
দিনে আর রাতে
আকাশ আর মাটিতে,
কেও দেখে
কেও অনুভব করে
কারো বাস অন্ধকারে;
কেও গরম বোধ করে
কারো ঠাণ্ডা লাগে
প্রেমের বাতাস বয়ে চলে বসন্ত সমীরণে;
কেও গা জুড়ায় বসন্ত বাতাস মনে করে
কেও শরতের মেঘে ভেসে চলে
কেও গা উদলা রাখে গরম বোধে
শীতের হাওয়ার কাঁপুনিতে
কেও বন্দী রাখে নিজেকে ঘরের কোণে;
প্রেমের বাতাসের তাতে কি এসে যায়?
বইতে বইতে নির্লিপ্ত দৃষ্টিতে মানবের দিকে তাকায়
তারপর নিজের মত বয়ে যায় নিজের রাস্তায়।
সুখ সুখ কষ্টগুলো লিলুয়া বাতাস
দুঃখ দুঃখ সুখগুলো বাতাসে ভেসে বেড়ায়
সুখ বিলাসী দুঃখ ওড়ায়
দুঃখ বিলাসী দুঃখ কুড়ায়
বাতাস লিলুয়া হোক আর প্রেমের হোক
দুঃখ কাঁদে তার রাস্তায়
সুখ হাসে দাঁড়িয়ে তার যায়গায়;
সুখ আর দুঃখ মিলে করুণার দৃষ্টিতে
মানবের দিকে চায়
সুখী হতে গিয়ে বোকা মানুষগুলো
দুঃখ বিলাসে ভেসে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন