রঙ বদল
- যাযাবর জীবন
রাত বদলায় প্রহরের সাথে সাথে
আঁধার বদলায় চাঁদের সাথে সাথে
আমিও বদলে নিয়েছি নিজেকে
তোর সাথে সাথে;
তোর ভালোবাসায় ছিলাম সবুজ
ঘৃণায় হয়েছি বেগুনী
অভিমানে লাল
দুঃখে ধুসর
বেদনায় নীল;
তারপর সময়ের নদীতে অনেক জোয়ার ভাটা
সময় বদলের পালা দেখা হলো অনেক,
রঙ বদলের খেলায় ক্লান্ত হতে হতে
গিরগিটির খোলসটাই ঝেড়ে ফেলে দিয়েছি;
এখন আমি অমাবস্যার মত কালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন