বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

স্বপ্ন



স্বপ্ন
- যাযাবর জীবন

প্রজাপতির ডানার ভরে পুরনো মনের রাস্তায়
নতুন প্রেমের বাঁক যদিওবা আসে
নির্মম বাস্তবতা, পাতাঝরা শীতের চাবুক ভরে
আঘাত করবেই বিবর্ণ করে দিতে;
টর্নেডো থেমে যাবার পর লণ্ডভণ্ড জীবন
বানভাসি সম্পর্কগুলো ধুঁকে ধুঁকে চড়ে গিয়ে ঠেকে
চাতকের তৃষ্ণায় তৃষিত কাক
ঠোঁট ডুবায় লবন জলে;
সময়ের সাথে কোথায় উড়ে যায় প্রজাপতি
কোথায় ডুবে যায় মন
কোথায় ভেসে যায় প্রেম
কোথায় বা ভালোবাসার স্বপ্ন?
ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে কার না ভালো লাগে?
চোখ মেললেই
জীবন সংগ্রামে
তুই
আমি
চারিপাশের সমাজ
আমাদের সংসার
আর নির্মম পরিহাসের প্রাত্যহিক জীবন।

কে বলে প্রেম মহান?
আমি দেখেছি প্রেমে শূন্যতা
শূন্যতায় দহন
দহনে আঁচর
কাগজে কলম;
নাই বা হলো কবিতা
তবুও তো ক্ষরণের কালিতে লেখা
লাল রঙে কিছু ভালোবাসার কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন