রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

অগস্ত্য যাত্রা



অগস্ত্য যাত্রা
- যাযাবর জীবন

পথ সুনির্দিষ্ট
আসা এবং যাওয়ার
ধরিত্রীর বুকে এলোমেলো পায়ে আঁকাবাঁকা পথে হাঁটা
কিছু সময়ের জন্য
তারপর অগস্ত্য যাত্রা অন্যভূবনের পথে
অজানার দেশে;
সবাই জানে
কেও মানে
কেও মনকে অন্ধকারে রাখে,
হঠাৎ চলে যাওয়ার সময় এলে
হতভম্ব চেয়ে থাকে;
যাবার কালে কারো মুখে আল্লাহ্‌ রসুলের নাম আসে
কেও সেই সৌভাগ্য থেকেও বঞ্চিত
দুনিয়াদারি বেছে নিয়েছিল যারা নিজ হাতে;
সুনির্দিষ্ট পথে চলে যায় সবাই
অচেনার দেশে
ডাক এলে
মুহূর্তের ব্যবধানে;

এত বড়াই কিসের রে, হে মূর্খ মানব?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন