আড়াল
- যাযাবর জীবন
আয়নার সামনের আমি আর পেছনের আমিতে
যোজন যোজন ফারাক,
ফারাক চিন্তা চেতনার
ফারাক ভালোবাসার
ফারাক তোর আর আমার;
অন্ধকারের আমি'কে কেন সামনে টেনে আনতে চাস?
কিছু কিছু চেহারা মুখোশে ঢেকে থাকাই ভালো;
আড়ালের আমি'কে সামনের আমির বড্ড ভয়
পেছনের আমি অন্ধকারের চেয়েও কালো।
মুখোশ খুলে গেলে সইতে পারবি না
রাতের চুমুর তৃষ্ণা চা'য়ে মেটে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন