বন্ধুত্বের বলিদান
- যাযাবর জীবন
মনে আছে সেদিনের সেই সোনালী সন্ধ্যা?
এমন তো কথা ছিল না
কথা ছিল সেদিন আড্ডা আর গল্পে
রাতকে ভোরে টেনে নেয়া
কথা ছিল তোর আর আমার দুজনের গল্প
গান গাওয়ার কথা ছিল দুজনে মিলে অল্প
ঝালমুড়ি আর চিপসের ঠোঙ্গায় সময় ওড়ানো
কোকের বোতলে বাঁশির সুর
আরো কত কিছু ছিল সে রাতের স্বপ্ন;
আসলে হয় না
আসলে ছেলে আর মেয়ের বন্ধুত্ব হয় না
শরীরের ছোঁয়া পেলেই শরীর কথা বলে
ঠোঁটের ছোঁয়ায় ঠোঁট
কামনার ধোঁয়ায় অসংলগ্ন বিবেক
তারপর মনে থাকে না কে কার ভেতরে
বন্ধুত্বের ঠাই হয় বিছানার চাদরে;
রমণ ক্লান্তি শেষে হয়তো অনুতাপ কিছু
তারপর দুজনার চলার পথ দুদিকে
মনের মাঝে কিছু দুঃসহ স্মৃতি
হয়তো অনেকদিন ধরে করে পিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন