রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

অস্থির সময়



অস্থির সময়
- যাযাবর জীবন

সকালের কুয়াশার ডানায় ভর দিয়ে সূর্য উঁকি দিতে না দিতেই
দুপুর চড়ে বসে সময়ের ঘোড়ায়
তপ্ত রোদের ভাপ পিঠে পড়তে না পড়তেই
বিষণ্ণ জানালার পাশে বিকেলের নরম রোদ গড়ায়;
সময়ের পিঠে চড়ে দৌড়ে চলে অস্থির সময়
এক একটা দিন শেষ হয় চোখের পলকে
আমি হাঁটি হাঁটি পা পা এগোই
অন্তহীন যাত্রার দেশে;
ভাবনার পিঠে চড়ে বসে অলীক কল্পনা
ছলনার পিঠে ছলনাময়ী চাঁদ
স্বপ্নে ছলনাময়ী নারী,
প্রায়শই চিমটি কেটে অনুভব করতে হয়
এখনো জীবিত আছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন