কোন একদিন
- যাযাবর জীবন
একদিন
কোন একদিন
ঠিক তোকে দেখার দিন
আমার আমিত্বের মৃত্যু সেদিন
তারপর থেকে তোর মাঝে নতুন আমি;
ভাগ্যিস সেদিন
দেখা হয়েছিল তোর সাথে
তাইতো আজো প্রেম আছে
তুই আছিস আমি আছি
ভালোবাসা আছে;
আবার কোন একদিন
এমনি ভাবে
দেখা হবেই হবে
তোর সাথে;
আমি জানি
ঠিক জানি,
একদিন
আবার কোন একদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন