ভালোবাসার অনুভব
- যাযাবর জীবন
সেই কত দিন কত মাস
কত বছর
কত যুগ
তোর সাথে গাঁটছড়া;
কালের গায়েও বটের ঝুরি নেমেছে
তবুও তুই কিন্তু তেমনি, আজো আমার চোখে
ঠিক যেমনটি দেখেছিলাম তোকে প্রথম ষোলোতে;
সময় বয়ে যায়
অনুভবগুলো রয়ে যায়
নির্ভরতা ও ভালোবাসার।
তুই না থাকলে সেই কবেই হারিয়ে যেতাম আমি
সময়ের স্রোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন