রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

হে নারী


হে নারী
- যাযাবর জীবন

নারী তুমি কন্যা
তুমি জায়া
তুমিই জননী;
তোমার স্পর্শে
কান্না গলে হাসি হয়
অন্ধকার আলো দেখে
দুঃখগুলো উড়ে যায় খুশির ডানায়;
নারী তুমি
কন্যা হয়ে মমতাময়ী
জায়া হয়ে জীবন সঙ্গিনী
জননী হয়ে সর্বংসহা
সন্তানের অমঙ্গলে প্রয়োজনে রনাঙ্গীনি;

নারী তুমি প্রেমিকা,
তুমি ছুঁয়ে দিতেই
মেঘ গলে বৃষ্টি ঝরে
কুয়াশায় ভিজে শীত নামে
মন গলে প্রেম নামে
চাঁদের মাঝে জ্যোৎস্না দেখে
কবিতা কথা বলে
জীবন হয়ে ওঠে রঙিন।

নারী তুমি ছলনাময়ী
তোমার জন্যই রাত্রি
তোমার জন্য অন্ধকার
লোনা হয় চোখের জল
মনে বেদনার কোলাহল
সংসারে ভাঙন
অশান্তির জীবন।

হে জননী, মানুষ হয়ে তোমারই কোলে জন্মেছিলাম
হে প্রেমিকা, তুমি ছুঁয়ে দিতেই প্রেমে ভেসেছিলাম
হে জায়া, তুমি জড়িয়ে ধরতেই আমি পুরুষ হলাম
হে কন্যা, তোমার জন্যই সকল মমতা নিয়ে পিতা হলাম;

এত রূপে রূপবতী
এত নাম, সবই তো তোমারই
তবুও কেন মাঝে মাঝে বেশ্যার রূপ ধর, হে নারী?

তুমি হাস
তুমিই কাঁদ
তুমি গড়
তুমিই ভাঙ
ইচ্ছেমত রূপ বদলাও
পুরুষের সংসারে;
হে নারী, তোমারে কে পড়তে পারে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন