বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

ভালোবাসার রঙ



ভালোবাসার রঙ
- যাযাবর জীবন


সবাই কড়া নাড়ে ভালোবাসার দরজায়
কেও ভালোবাসা নিয়ে
দরজার ওপাশে অপেক্ষায়
কেওবা বেদনা বিলায়;
সবাই হাত বাড়ায় ভালোবাসায়
চাইলেই কি হাত ধরা যায়?
বেদনার কত রঙ মিশে আছে সেথায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন