বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

মাটির কাণ্ড


মাটির কাণ্ড

- যাযাবর জীবন

পূবাকাশে প্রেমের সূর্য উঠতে না উঠতেই
অভিমানের পারদ মাথার ওপর
পশ্চিমাকাশে বুনো রাগের টর্নেডো জমা হয় খুব সহসাই
দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা ঘৃণার ঝাপটায়
পশ্চিম মুখ করে
উত্তরদিকে মাথা দিনে অন্ধকার ঘরে ঠাঁই;
এখানে বড্ড আরাম
প্রেম নেই
অভিমান নেই
রাগ নেই
দুঃখ নেই
অনুভূতিগুলোকে অন্যরকম পাই;
শরীরের ওপর বাঁশের ঠেক দেওয়া
ঝুরঝুরে মাটিগুলো ঝরে পরতেই
শরীরটা হয়ে গেলো মাটি
আমি হয়ে গেলাম নাই;

মাটির সৃষ্টি মাটির দেহ
মাটির ওপর সুখ দুঃখ প্রেম বিরহ,
মাটির দেহ অনুভূতিহীন মাটির নীচে
মাটিতে মিশে মাটিতে অবশেষে;

মাটির কারিগর মাটির খেলা দেখে
আকাশের ওপর বসে
মাটির দেহের কর্মকাণ্ড দেখে
মুচকি মুচকি হাসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন