সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

ভালোবাসার ভাষা


ভালোবাসার ভাষা
- যাযাবর জীবন

যে ভাষাতেই ভালোবাসার কথা বলা হোক
স্পর্শের আকুলতা বড্ড প্রবল;
প্রথমে একটু চোখে দেখাদেখি
তারপর হাত ছোঁয়াছুঁয়ি
একটু পাশে বসা
তারপর চুমু
চুমুতে আদর
আদরে কাম
কামে রমণ
ভালোবাসা তুঙ্গে।

ভালোবাসার ভাষা কি?
বিছানা?

ভালোবাসাহীন রমণ পশুতেও করে
ভালোবাসতে মানুষের বিছানা লাগে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন