শূন্যতা
- যাযাবর জীবন
হিসেবে আমি বরাবরই বড্ড কাঁচা;
জীবনের শূন্যগুলো গুনতে গিয়ে
হাতের কড়ায় শূন্য খুঁজে পাই না,
অথচ পুরো জীবনটাই ছেয়ে আছে শূন্যতায়;
আমি শূন্য হয়ে বসে
শূন্য হাতে শূন্য গুনছি;
শূন্যতা থেকে শূন্য ছেঁকে
আলাদা করব কি ভাবে?
তুই তোর হিসেব বুঝে নিয়েছিস কড়ায় গণ্ডায়
শূন্যগুলো সব আমার ভাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন