বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

অনুভব


অনুভব
- যাযাবর জীবন

এই তো সেদিন;
যখন আমরা খুব কাছাকাছি ছিলাম
এই ধর আমি তোর বুকের ভেতর, অন্ধকার হয়ে;
তুই আমার মনের ঘরে, আলো জ্বালিয়ে;
ঠিক তখনই হঠাৎ করেই বৃষ্টি নামল অঝোর ধারায়
সেদিনের মাঘের শীতে কুকুর বেড়াল বৃষ্টিতে ভিজে
তুই কাঁপছিলি থরথর শীতে,
আমি তোকে জড়িয়ে ধরতেই তুই মেঘ হয়ে গেলি
মুঠোর ভেতর পড়ে রইলো কিছু ভেজা পেঁজা তুলো
হাত দুটি আমার মুখে বুলিয়ে নিতেই চোখের নদীতে বন্যা;
ঝাপসা চোখ মেলে তাকাতেই চারিদিক অন্ধকার
তুই মিলিয়ে গেলি ভোরের স্বপ্ন হয়ে
রেখে গেলি কিছু ভালোবাসার অনুভব;
অন্ধকারে মানুষ হয়েও তাইতো এখনো জ্যোৎস্না দেখি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন