বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

কুকুর মানব


কুকুর মানব
- যাযাবর জীবন

কুকুরের জিহ্বায় ওৎ পেতে বসে থাকি,
রিপুর লালা ঝরতে থাকে ক্রমাগত;
লোভ অর্থের
লোভ স্বার্থের
লোভ কামের
উন্মত্ত ক্রোধে ছিন্নভিন্ন করে দেয়ার জিঘাংসা মনের,
শুধু কুকুরের প্রভুভক্তিটুকু অনুপস্থিত আমার মাঝে
যে থালাতেই খাই
সে থালাই ফুটো করে যাই,
ওহে, ওহে
আমি দানব নই; মানব।

মাঝে মাঝে ভাবি
মানুষগুলোর জিহ্বা কুকুরের মত
মুখ থেকে বের হয়ে থাকলে
বড্ড ভালো হতো;
এক এক মানবের এক এক রঙের জিহ্বা,
জিহ্বায় এক এক রিপুর এক এক রঙ;

মানুষগুলো হয়তো বেঁচে যেত অমানুষের ধোঁকা থেকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন