মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

অন্যরকম সেদিন



অন্যরকম সেদিন
- যাযাবর জীবন

সেদিনটাও একটা দিন ছিল
খুব অন্যরকম;
সেদিন তুই ছিলি
সেদিন আমি ছিলাম;

সেদিন দুপুর গড়িয়েছিল তোর ঠোঁট বেয়ে
সেদিন বিকেল নেমেছিল তোর চোখের পাপড়ি গড়িয়ে
সেদিন সন্ধ্যে নেমেছিল তোর কালো চুলের মেঘ বেয়ে
সেদিন রাত নেমেছিল আঁধারে ছেয়ে ছেয়ে;

সেদিন চোখে চোখ ছিল
ঠোঁটে ঠোঁট ছিল
স্পর্শ ছিল
অনুভব ছিল
সেদিনটা খুব অন্যরকম ছিল,
সেদিন তুই ছিলি
সেদিন আমি ছিলাম
সেদিন ভালোবাসা ছিল;

আজ বড্ড ফাঁকা
তুই,
আমি;
দুজনেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন