রবিবার, ১৫ মার্চ, ২০১৫

গোলক ধাঁধা


গোলক ধাঁধা
- যাযাবর জীবন

বৃত্তের কেন্দ্র তুই
পরিধি আমি
ব্যস জুড়ে আমাদের ভালোবাসা
কেন্দ্র পরিধিকে ছুঁতে পায় না;

গোলকের ভেতরে বিভাজিত ভালোবাসা
অবিরত ঘুরছে গোলক ধাঁধায়;
অসীম দূরত্বে
তুই
আর আমি,
মিলনের পাই এর মান জানা নেই কারো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন