সোমবার, ২ মার্চ, ২০১৫

নির্ভরতা



নির্ভরতা
- যাযাবর জীবন

কবেই তো বাঁধ দেয়া হয়ে গেছে অনুভূতিগুলোতে
সমাপনি রেখা টানা হয়ে গেছে ভালোবাসাতে,
তোর আগমনে;
নতুন আহ্বান এখন আর দোলায় না হৃদয়
যা কিছু পুরনো স্মৃতি সব মনের ডাস্টবিনে,
তোর আগমনে;

ঘুমের ঘোরে হাত বাড়িয়ে পাশে তোর ছোঁয়া,
তারপর পরম নির্ভরতায় আবার গভীর ঘুমে;
কেও তো আছে পাশে!

স্বামী-স্ত্রী সম্পর্ক কি এমনই হয়?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন