মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

অন্ধকারের স্বপ্ন


অন্ধকারের স্বপ্ন

- যাযাবর জীবন

সন্ধ্যে হতে না হতেই আকাশের মুখ অন্ধকার
তোর মন মেঘ গুড় গুড় হতেই আমার চোখে বৃষ্টি;
আজ কেন জানি মেঘ দেখতে ইচ্ছে করছে
অনেক দিন খোলা আকাশের নীচে শোয়া হয় নি
তোর আঁচল পেতে
আজ ঝুম বৃষ্টিতে কাক ভেজা হতে বড্ড ইচ্ছে করছে
তোর কোলে শুয়ে
মাঝে মাঝে চাঁদটা উঁকি দেবে মেঘ ফুঁড়ে
হিংসায় লাল হয়ে
ঠিক যেমন তুই উঁকি দিস আমার মনঘরে
অভিমানে দূরে সরে
জ্যোৎস্নায় স্বপ্ন ভেঙ্গে গেলে চাঁদ চাইনা আমার
অমাবস্যায় তবুও তুই থাক;

অন্ধকার আসে স্বপ্ন দেখার জন্য, স্বপ্নে তুই;
আঁচল পেতে স্বপ্ন দেখি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন