সোমবার, ৯ মার্চ, ২০১৫

নষ্টামি


নষ্টামি
- যাযাবর জীবন

প্রেম কর
প্রেম কর
প্রেম কর
ভার্চুয়ালে ছলনা আর অভিনয়;
পটাতে তো হবে নিত্য নতুন কাওকে না কাওকে
বড়শির ছিপ ফেলে
তারপর
বিছানা
বিছানা
বিছানা
তারপর ছুড়ে ফেলা
আবার নতুন অভিনয়
নতুন ছলনা
প্রেম কর, প্রেম কর, প্রেম কর;
আরে অভ্যাসটা তো চালু রাখ
অনভ্যাসে যদি নষ্টামি ভুলে যাস
কিংবা ক্লীব ভালোবাসা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন