রোমান্স
- যাযাবর জীবন
পানি জমলে বরফ
মন জমলে প্রেম
ঘুম জমলে স্বপ্ন
তো'তে হারালেম;
চোখবাড়ির স্বপ্ন জানালাটা দিয়ে
মনবাড়িতে হয়েছে অনেক ওড়া-উড়ি
হৃদয়বাড়ি জুড়ে শুধুই তুই;
অভিমানে জমা ঠোঁট, ঠোঁটের অপেক্ষায়
তুই ছাড়া প্রেমে রোমান্স কোথায়?
ঠোঁটের তো চুমু খেতে ইচ্ছে হতেই পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন