স্বাধীন
- যাযাবর জীবন
স্বাধীনতা তোমাকে নিয়ে লেখা হয়ে গেছে অজস্র কবিতা
এই চুয়াল্লিশ সৌর-বছর ধরে
আমার বাংলার মাটিতে
বাংলা বর্ণমালা ঘিরে;
লেখা হয়ে গেছে তোমাকে নিয়ে অজস্র গল্প, গান আর কাব্য-গাঁথা
নাটক আর সিনেমাতে বলা হয়ে গেছে তোমার হাজারো কথা;
এবার তো স্বাধীন হও, হে স্বাধীনতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন